ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
জাবির দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশে ডেইরি ফার্মের ভেতরে এ ঘটনা ঘটে।



এ ঘটনায় আহত দু’ছাত্রলীগ নেতা হলেন জাবি ছাত্রলীগের সহ সভাপতি রাসেল মিয়া (২৬) ও সাহিত্য সম্পাদক সানোয়ার হোসেন (২৯)।

আহত দু’জনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দু’জনের মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো আস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার সার্কেলের এএসপি রাসেল শেখ বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের আটকের অভিযান চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ