ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
সাতক্ষীরায় শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা: অনিয়ম, দুর্নীতি ও স্বৈরাচারী আচরণের অভিযোগে সাতক্ষীরার তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (০৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে শতাধিক শিক্ষক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোজাম্মেল হক হক, সোলায়মান আহম্মেদ, সাতক্ষীরা জেলা সহকারী শিক্ষক সংগঠনের আহ্বায়ক অরুপ সাহা, সদর উপজেলা সহকারী শিক্ষক সংগঠনের সভাপতি সাইদুর রহমান, নিশিকান্ত ব্যানার্জী, মিজানুর রহমান, সন্দীপ সরকার, মজিবর রহমান, হাসানুর রহমান, ভদ্রকান্ত সরকার প্রমুখ।
 
বক্তারা তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে তাকে অপসারণের দাবি জানান।

পরে, একই দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ