ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবি ছাত্রলীগের ২ নেতাকে শোকজ

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
বাকৃবি ছাত্রলীগের ২ নেতাকে শোকজ

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ সভাপতি ওয়াহাব রিন্টু এবং সাংগঠনিক সম্পাদক মাহির শাহরিয়ার।


 
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২ জুলাই রাতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানকে গালিগালাজ ও প্রক্টর অফিসে ভাঙচুরের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ওই দুই নেতার বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ