ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

পলিটেকনিকে ভর্তির দ্বিতীয় তালিকা ৮ ও ১১ জুলাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
পলিটেকনিকে ভর্তির দ্বিতীয় তালিকা ৮ ও ১১ জুলাই

ঢাকা: পলিটেকনিক ইনস্টিটিটিউটে ভর্তির জন্য আবেদনকারীদের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে আগামী ৮ ও ১১ জুলাই।

রোববার (০৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বলেন, প্রথম সিফটে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা ৮ জুলাই ও দ্বিতীয় সিফটের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে ১১ জুলাই।



২০১৫-১৬ শিক্ষাবর্ষে দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিটিউটে ভর্তির জন্য মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা এক লাখ দুই হাজার ৮ জন।

প্রতি সিফটে আসন সংখ্যা ১৫ হাজার ৭৮০টি করে।

এ পর্যন্ত প্রথম সিফটে ভর্তি হয়েছে ১৪ হাজার ৩৬৬ জন। আর দ্বিতীয় সিফটে ভর্তি হয়েছ ৫ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ