ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

মন্ত্রীর নেতৃত্বে টি ২০ খেলছেন শিক্ষাসচিব!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
মন্ত্রীর নেতৃত্বে টি ২০ খেলছেন শিক্ষাসচিব! শিক্ষাসচিব নজরুল ইসলাম খান

ঢাকা: একক সিদ্ধান্তে অনলাইনে ভর্তি প্রক্রিয়া কি না ? এমন প্রশ্নের জবাবে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলছেন, তিনি মন্ত্রীর নেতৃত্বে টি ২০ খেলছেন। পাশাপাশি একক সিদ্ধান্তের অভিযোগটি প্রত্যাখ্যান করেন তিনি।



২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া জটিলতা কাটাতে সরকারের সিদ্ধান্ত জানাতে রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন শিক্ষা সচিব।

এ সময় শিক্ষা সচিবের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি টি ২০ খেলছেন?

জবাবে শিক্ষাসচিব বলেন, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ডেফিনেটলি টি ২০ খেলছি। শুধু টি ২০ না, টি ২০’র লাস্ট ওভার খেলছি। লাস্ট ওভার খেললে লাস্টের দিকে ক্যাপ্টেনের সাথে পরামর্শ করতে হয়। সুতরাং পরামর্শ করে টিম স্পিরিট নিয়ে ডেফেনেটলি কাজ করছি।

এ সময় তিনি বলেন, ‘তবে ছক্কা মারার চেষ্টা করছি, ছক্কা মারতে গেলে অনেক সময় জিরোতে আউট হয়, রান আউট হয়, সেটা হয়তো হতে পারে। ’

শিক্ষা সচিব বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে আলাপ-আলোচনা করতে হবে, সেখানে দ্বিমত হতে পারে। তবে যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন সিদ্ধান্তটা পালন করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার পরে দোনোমোনো করি না।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ