ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

নীলফামারীর ছিটমহলে ৫ শিক্ষাকেন্দ্র গড়বে ইসলামিক ফাউন্ডেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
নীলফামারীর ছিটমহলে ৫ শিক্ষাকেন্দ্র গড়বে ইসলামিক ফাউন্ডেশন

নীলফামারী: নীলফামারীর চারটি ছিটমহলে পাঁচটি শিক্ষাকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষাকেন্দ্রগুলো স্থাপন করা হচ্ছে।



ছিটমহল এলাকা পরিদর্শন ও বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে এ সিদ্ধান্ত নিয়েছে দপ্তরটি।

সিদ্ধান্ত অনুযায়ী পাঁচটি শিক্ষাকেন্দ্রের মধ্যে চারটি প্রাক-প্রাথমিক ও একটি বয়স্ক শিক্ষাকেন্দ্র স্থাপন করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয় সূত্র জানায়, ২৮ নম্বর ছিটমহলে দু’টি, ২৯ নম্বর ছিটমহলে একটি, ৩০ নম্বর ছিটমহলে একটি ও ৩১ নম্বর ছিটমহলে একটি শিক্ষাকেন্দ্র স্থাপন করা হবে।
 
প্রাথ-প্রাথমিক শিক্ষাকেন্দ্রগুলোর প্রতিটিতে ৩০ জন করে ও বয়স্ক শিক্ষাকেন্দ্রে ২৫ জন শিক্ষার্থীকে পাঠদান করা হবে। এরই মধ্যে শিক্ষক নির্বাচনসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে দপ্তরটি।
 
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাইদুর রহমান সাঈদ জানান, শিক্ষাকেন্দ্র স্থাপনের ব্যাপারে ছিটমহলের মানুষের আগ্রহের শেষ নেই। এর জন্য তারা নিজেদের জমিতে ঘর তুলে দিয়েছে।

তিনি জানান, কেন্দ্র স্থাপনের জন্য প্রধান কার্যালয়ে যাবতীয় তথ্য উপাত্ত পাঠানো হয়েছে। ছিটমহল বিনিয়ম হলেই প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে আমরা কার্যক্রম শুরু করতে পারবো।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ