ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল লতিফ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আব্দুল লতিফ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে এস এম আব্দুল লতিফকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার এ নিয়োগ দেন।



উপাচার্য অফিস সূত্র জানায়, সদ্য বিদায়ী রেজিস্ট্রার ড. মোসলেম উদ্দিনের মেয়াদ শেষ হওয়ায় তার স্থানে এস এম আব্দুল লতিফকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, এস এম আব্দুল লতিফ বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখায় উপ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্বে বহাল থাকবেন বলে জানা গেছে।
 
উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ