ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ভিক্টোরিয়া কলেজে ভর্তিচ্ছুদের ককটেল বিস্ফোরণে বরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ভিক্টোরিয়া কলেজে ভর্তিচ্ছুদের ককটেল বিস্ফোরণে বরণ ফাইল ফটো

কুমিল্লা: প্রতিবারের মতো এবারও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তি হতে আসা শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ভেতর ও প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়।

তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত ৫/৬ বছর ধরেই উচ্চ মাধ্যমিক শাখায় ভর্তির প্রথম দু’দিন অনবরত ককটেল বিস্ফোরণ এবং দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটিয়ে আসছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আজও তার ব্যতিক্রম হয়নি।

বেলা সাড়ে ১১টার দিকে নতুন শিক্ষার্থীরা যখন ভর্তি হতে ক্যাম্পাসে এসে জড়ো হয়েছে, ঠিক তখনি নিজেদের আধিপত্যের অবস্থান জানান দেওয়ার জন্য পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রলীগের দু’গ্রুপ। এ সময় একবার দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীরাও ভয়ে চারদিকে ছুটোছুটি শুরু করেন।

ভর্তি হতে আসা মিঠু নামে এক শিক্ষার্থী বাংলানিউজকে জানান, ভর্তির প্রথম দিনেই ককটেল বিস্ফোরণ।   এখানে পড়ালেখা করে কিভাবে শিক্ষার্থীরা।

ককটেল বিস্ফোরণের পর কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) সামছুদ্দিনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিস্ফোরণকারীরা সটকে পড়ে।

এসআই বাংলানিউজকে জানান, পটকা ফুটেছে শুনেছি। কে এমন করেছে জানিনা। তবে এখন পরিস্থিতি শান্ত।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ