ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবিতে সাংবাদিক লাঞ্ছিত

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
নোবিপ্রবিতে সাংবাদিক লাঞ্ছিত

নোবিপ্রবি: ছাত্রীদের যৌন হয়রানির নিয়ে সংবাদ প্রকাশ করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ক্যাম্পাসলাইভ২৪.কম এর প্রতিনিধি নুরুল করিমকে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ।

সোমবার (২৯ জুন) দুপুরে ডেকে নিয়ে একাডেমিক ভবন-১ এর পূর্ব পাশে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।



প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার নোবিপ্রবিতে ছাত্রীদের যৌন হয়রানি নিয়ে নুরুল করিমের একটি সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার ছাত্রলীগের কর্মী অনুজীব বিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের মো. ইবনে শুভ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের অষ্টম ব্যাচের তানভির নেওয়াজ পিয়াস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়নালসহ ১৫/১৬ জন তাকে ডেকে নিয়ে লাঞ্ছিত করে।

এ বিষয়ে নোবিপ্রবির প্রক্টর ড. নেওয়াজ মো. বাহাদুর বাংলানিউজকে বলেন, লিখিত অভিযোগ পেলে আমরা এ ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ