ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

‘অহন আমাগো সব আশা নিইভা গেছে’

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
‘অহন আমাগো সব আশা নিইভা গেছে’

রাবি: ‘ছাওয়াল ডা বহুত কষ্ট কইরা পড়ালেহা করিচে। তার ইচ্ছা আছিলো- হে বেশি পড়ালেহা কইরা বড় চাকরি কইরবে।

হামাদের অভাবি সংসারের হাল ধইরবে। কিন্তু অহন আমাগো সব আশা নিইভা গেছে। ’

কান্নায় ভেঙে পড়ে বুক চাপড়ে এভাবেই বিলাপ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্বাস আলীর বাবা আব্দুল কুদ্দুস। মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেছেন আব্বাস আলী।

ছেলের অকাল মৃত্যুতে শোকাহত বাবা রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বারবার মুর্ছা যাচ্ছিলেন। ছেলের মরদেহের দিকে তাকিয়ে তিনি বলতে থাকেন, ‘বাবা, তোরে বাঁচাইতে পারলাম না মোরা। শুধু ট্যাকার অভাবে আমার ছাওয়াল ডার চিকিৎসা হইলো না। ’

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আব্বাস আলী। ইচ্ছে ছিল, মরণব্যাধি ক্যান্সারকে হার মানিয়ে মতিহারের সবুজ চত্বরে ফিরে আসবেন। কিন্তু সেটা আর হলো না। ক্যান্সারের কাছে হেরে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

সোমবার (০৬ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি.. .. রাজিউন)। আব্বাস আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার বিকেলে আব্বাসের মরদেহ চারঘাট উপজেলার শলুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

দুপুরে রামেক হাসপাতালে গিয়ে দেখা যায়, আব্বাসের মৃত্যুতে তার স্বজনরা ও সহপাঠীরা হাসপাতালে ছুটে এসেছেন। আব্বাসের বাবা আব্দুল কুদ্দুসসহ স্বজনদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের পরিবেশ। বন্ধুকে হারিয়ে শোকাহত আব্বাসের সহপাঠীরাও কান্নায় ভেঙ্গে পড়েন। মেধাবী শিক্ষার্থী আব্বাসের মৃত্যুতে তার বিভাগ ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আব্বাসের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন, উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও বিভাগের সভাপতি প্রফেসর ড. আজিজুল হক।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ