ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: প্রতীকী

ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উপর আরোপিত ১০ শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে মানববন্ধন  করেছে শিক্ষার্থীরা।

রোববার (২৮ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।



মানববন্ধনে শিক্ষার্থীরা, ‘আমরা ছাত্র ক্রেতা নই’, ‘শিক্ষা সংকোচনে এ ভ্যাট মানিনা’, ‘১০ শতাংশ ভ্যাট দেবো না’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড বহন করেন তারা।

শিক্ষার্থীরা অর্থমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, অর্থমন্ত্রী আপনি কত পারসেন্ট ভ্যাট দিয়ে পড়াশোনা করেছেন? শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনি কি সেই মেরুদণ্ড ভেঙে দিতে চাচ্ছেন? আর যদি সেই মেরুদণ্ড ভেঙে দিতে না চান তাহলে এ ভ্যাট প্রত্যহারা করুন।

দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এইচআর/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ