ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

কারিগরি জটিলতায় বিলম্ব একাদশে ভর্তির ফল

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
কারিগরি জটিলতায় বিলম্ব একাদশে ভর্তির ফল

ঢাকা: অধিক আবেদনকারী এবং কারিগরি জটিলতার কারণে বার বার পিছিয়ে যাচ্ছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মনোনীত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সাড়ে এগারো লাখ আবেদনকারী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা।


 
দু’দফা পেছানোর পর শনিবার (২৭ জুন) সকাল আটটায়ও ফল প্রকাশ করতে পারেনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি বিভাগ।
 
পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা নিয়েও এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আর ফল প্রকাশে রোববার পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।  
 
বিষয়টি স্বীকার করে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান শনিবার সকালে বাংলানিউজকে বলেন, অধিক আবেদনকারীর কারণে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে। ফল প্রকাশের জন্য তারা দিন রাত যথাসাধ্য চেষ্টা করছেন। দ্রুতই ফল দিতে পারবেন বলে আশ্বাস দেন তিনি।
 
এসএমএসের মাধ্যমে কলেজে ভর্তি করানো হলেও এবারই প্রথম এসএমএসের পাশাপাশি অনলাইনে শিক্ষার্থী ভর্তি করানো যাবে।
 
এর আগে প্রথম দফায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও, কারিগরি জটিলতা ও আবেদনকারীর সংখ্যাধিক্যের কারণে ২৪ ঘণ্টা পিছিয়ে নেওয়া হয়।
 
নির্ধারিত সময় শুক্রবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ফল প্রকাশ করতে না পেরে সাড়ে ১২টার দিকে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) জানানো হয়, ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণের চলমান কাজে বুয়েটের আইআইসিটি বিভাগ কারিগরি সহায়তা প্রদান করছে। ২৭ জুন সকাল ৮টায় ফলাফল প্রকাশ করা হবে।
 
কিন্তু সকাল সাড়ে আটটার পরও ফলাফল প্রকাশ করতে পারেনি কর্তৃপক্ষ।
 
ভর্তি প্রক্রিয়ায় ঢাকা শিক্ষা বোর্ডকে কারিগরি সহায়তা প্রদানকারী বুয়েটের আইআইসিটি বিভাগ বলছে, নানা অপশনের কারণে ফল প্রস্তুত করা হলেও চূড়ান্তভাবে আপলোড করা যাচ্ছে না।
 
সফটওয়্যারের সমস্যার কারণে এমনটি হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।
 
আরও সময় নিলেও প্রযুক্তি বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষাসচিব ও ঢাকা শিক্ষা বোর্ড।
 
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক সকালে বাংলানিউজকে বলেন, আমরা প্রয়োজনে বিশেষজ্ঞদের সহায়তা নেবো। দ্রুতই ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে শিক্ষা বোর্ড।
 
জানতে চাইলে বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বাংলানিউজকে বলেন, তারা আন্তরিকভাবে কাজ করছেন। তবে অনেক অপশন থাকার কারণে কিছুটা জটিলতা হচ্ছে। আশা করি তারা সমস্যা কাটিয়ে উঠবে।
 
এ ব্যাপারে আইআইসিটি বিভাগের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানান ড. কায়কোবাদ।
 
এদিকে দফায় দফায় ফল প্রকাশে বিলম্বের কারণে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যেই উদ্বেগের সৃষ্টি হয়েছে।
 
অনেকে বাংলানিউজে ফোন করে উদ্বেগের কথা জানাচ্ছেন। কারণ শনিবার থেকেই মনোনীতদের ভর্তির তারিখ ছিল।
 
সকাল নয়টার দিকে ভর্তির ওয়েবসাইটে বলা হয়, ফলাফল প্রক্রিয়াকরণের কাজ চলছে, ফল প্রকাশের সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
 
ভর্তির ওয়েবসাইট, আদেবদনকারীদের এসএমএস, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে ফল দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
 
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রয়োজনে ভর্তির সময়সীমা বাড়ানো হবে।
 
গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়।
 
২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সারাদেশে কলেজে ভর্তির জন্য আবেদন করে ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী।
 
প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তরা ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত বিলম্ব ফি ব্যতিত ভর্তি হওয়ার কথা। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি চলবে।

দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করার কথা রয়েছে ২ জুলাই। আর ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
 
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ