ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিতে উপাচার্যের ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
শাবিতে উপাচার্যের ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশ

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র ব্যানারে শিক্ষকদের টানা আন্দোলন অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিকতায় শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার ‘দুর্নীতির শ্বেতপত্র’ প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।



বৃহস্পতিবার (২৫ জুন) আন্দোলনের চতুর্থদিনে এ শ্বেতপত্র প্রকাশ করা হয়।

এদিকে প্রশাসনিক ভবনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশে বাধার প্রতিবাদে এবং আন্দোলনকারীদের অপসারণের দাবিতে বৃহস্পতিবার মৌনমিছিল ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ আন্দোলনের বিরোধীতাকারী ছাত্রদের একটি অংশ।

তবে তাদের অধিকাংশই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে আন্দোলনকারী শিক্ষকদের দাবি।

উপাচার্যের অপসারণের দাবিতে বৃহস্পতিবারও উপাচার্য ভবনের সামনে ব্যানার টানিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

তবে আন্দোলন চলাকালে হিসাব বিভাগের কর্মকর্তাদের প্রবেশের সুযোগ দিয়েছে শিক্ষকরা।

দুপুর দুইটায় ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম গণমাধ্যমকে জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন চলবে। উপাচার্যের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা নিয়ে শ্বেতপত্র প্রকাশের বিষয়টিও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ