ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ইউল্যাব’র নতুন ট্রেজারার মিলন কুমার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
ইউল্যাব’র নতুন ট্রেজারার মিলন কুমার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য্য

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) ট্রেজারার পদে যোগ দিয়েছেন অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য।

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী রাষ্ট্রপতি ও ইউল্যাব’র আচার্য তাকে এ পদে নিয়োগের জন্য সম্মতি দেন।



গত জুন ২১ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে। আগামী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন বলে বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
মিলন কুমার ভট্টাচার্য বর্তমানে ইউল্যাব’র স্কুল অব বিজনেস এর অ্যাকাউন্টিংয়ের অধ্যাপক এবং ইন্টার্নশিপ/প্রজেক্টের অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালের ২ মে তিনি ইউল্যাব’র হেড অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে যোগ দেন।

মিলন ভট্টাচার্য অ্যাকাউন্টিংয়ের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে কমার্স এ পিএইচডি সম্পন্ন করেন।

ইউল্যাবে যোগ দেওয়ার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮ বছর শিক্ষকতা করেন। এরপর প্রিমিয়ার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ