ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

কুবিসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
কুবিসাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুবি(কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।



সংগঠনের সভাপতি মো. রবিউল হক রবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাসের পৃষ্ঠপোষক-প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. আলী আশরাফ।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর কুণ্ডু গোপীদাস।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, প্রক্টর ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং কুবিসাসের উপদেষ্টা মোহাম্মদ আইনুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোষ্ট কাজী মোহাম্মদ কামাল উদ্দীন ও সাংবাদিক গাজীউল হক সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুবিসাসের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ এবং দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো. খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ