ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির সব হলে একযোগে ইফতার মাহফিল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
ইবির সব হলে একযোগে ইফতার মাহফিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সবকটি আবাসিক হলে মঙ্গলবার (২৩ জুন) একযোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে বঙ্গবন্ধু হল, শহীদ জিয়া হল, সাদ্দাম হোসেন হল, লালন শাহ হল, ফজিলাতুন্নেছা ছাত্রী হল, খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।



বঙ্গবন্ধু হলে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, শেখ হাসিনা হলে অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু, সাদ্দাম হোসেন হলে অধ্যাপক ড. মোস্তফা কামাল, খালেদা জিয়া হলে অধ্যাপক ড. সাইদুর রহমান, লালন শাহ হলে অধ্যাপক ড. ইকবাল হোসেন, শহীদ জিয়া হলে অধ্যাপক ড. রুহুল আমিন ভুইঁয়া, ফজিলাতুন্নেছা মুজিব হলে ড. দেবাশীষ শর্মা সভাপতিত্ব করেন।

এছাড়া, বিভিন্ন হলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুর রহমান আনোয়ারী, অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ