ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

নিহত খুবি ছাত্র শাহরিয়ার স্মরণে শোকর‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
নিহত খুবি ছাত্র শাহরিয়ার স্মরণে শোকর‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহরিয়ার হোসেন শান্ত স্মরণে ক্যাম্পাসে শোকর‌্যালি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কালোব্যাজ ধারণের পর সকাল ১১টায় হাদী চত্বর থেকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে একটি শোকর‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার হাদী চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে খুবি ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‌্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শাহরিয়ার হোসেনের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। এমন অকাল মৃত্যু মেনে নেওয়া যায় না। একজন শিক্ষার্থীর অকাল মৃত্যু তার অভিভাবক, বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য অপূরণীয় ক্ষতি। ভবিষ্যতে আর কোনো সম্ভাবনার মৃত্যু হোক, এটা আমরা চাই না।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন আনন্দ-উচ্ছ্বাসের। জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের এমন কোনো ঝুঁকি নেওয়া কোনোক্রমেই উচিত নয়। যেসব শিক্ষার্থী সাঁতার জানেন না, তাদের তিনি পুকুরে বা বেশি পানিতে না নামার পরামর্শ দেন।

এ সময় শাহরিয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি বিশ্ববিদ্যালয়ের সবার পক্ষ থেকে সমবেদনা জানান উপাচার্য।

র‌্যালি শেষে আরও বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ছাত্র ও শাহরিয়ার হোসেনের সহপাঠী সোহান এবং একই ডিসিপ্লিনের সিনিয়র ছাত্র মাসুদ।

এরপর বাদ জোহর শোক কর্মসূচির অংশ হিসেবে খুবি জামে মসজিদে শাহরিয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রথম বর্ষের ছাত্র শাহরিয়ার হোসেন শান্ত রোববার (২১ জুন) দুপুরে বন্ধুদের নিয়ে ক্যাম্পাসের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যান।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ