ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের ৪ বছর পূর্তি

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের ৪ বছর পূর্তি

ঢাকা: এয়ার রোভার স্কাউট গ্রুপের চার বছর পূর্তি এবং পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয় বলে সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং এমিরিটাস অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এয়ার অঞ্চলের সম্মানিত কমিশনার গ্রুপ ক্যাপ্টেন কাজী আবদুল মঈন।

ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) মো. ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মাহবুব পারভেজ, ডিআইইউ এয়ার রোভার স্কাউট গ্রুপের ট্রেজারার সহকারী পরিচালক (জনসংযোগ) আনোয়ার হাবিব কাজল, ডিআইইউ এয়ার রোভার ইউনিটের প্রতিষ্ঠাতা সম্পাদক জিয়াউল হক সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ