ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

ঢাকা: প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২২ জুন) দুপুর একটায় জাতীয় প্রেসক্লাবের সামনে ৪০-৫০ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানববন্ধন থেকে এ দাবি জানান।



মানববন্ধন শেষে তারা অর্থ মন্ত্রণালয় ঘেরাও করতে যান। কিন্তু সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে গেলে তাদের আটকিয়ে দেয় পুলিশ।

এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঝন্টু শুভ বলেন, এভাবে শিক্ষার ওপর ভ্যাট আরোপের কোনো যৌক্তিকতা নেই।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী এস এম শুভ্র ভৌমিক বলেন, আজ অল্পসংখ্যক শিক্ষার্থী দেখে ভাববেন না যে আমরা সংখ্যায় কম। আমাদের সঙ্গে চার লাখ সমর্থক রয়েছে। আমাদের পরবর্তী কর্মসূচিতে চার লাখ শিক্ষার্থী পুরো শহর স্থবির করে দেবে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।