ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিলের আধুনিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিলের আধুনিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে ব্রিটিশ কাউন্সিলের আধুনিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জুন) বেলা ১১টায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ডব্লিউ গিবসন এ শিক্ষাকেন্দ্রটির উদ্বোধন করেন।



এ সময় রবার্ট ডব্লিউ গিবসন জানান, সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে ব্রিটিশ কাউন্সিল বিশ্বে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এই শিক্ষাকেন্দ্রটি ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে উদাহরণ হয়ে থাকবে।

তিনি আরো জানান, এখানে শিক্ষার্থী ও প্রশিক্ষকরা আধুনিক প্রযুক্তি সুবিধা ভোগ করতে পারবেন। এর ফলে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে।

বাংলাদেশে আইইএলটিএস’র প্রস্তুতিমূলক নতুন কোর্স আইইএলটিএস প্রিমিয়ার চালু করা হবে বলেও জানান ব্রিটিশ রাষ্ট্রদূত।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এন আই খান, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সাঈদ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইক হ্যাম।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুন ২২, ২০১৫
জেপি/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।