ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জবি আবৃত্তি সংসদের সভাপতি রিয়াজুল, সম্পাদক অমিতাভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুন ২১, ২০১৫
জবি আবৃত্তি সংসদের সভাপতি রিয়াজুল, সম্পাদক অমিতাভ রিয়াজুল হক ও অমিতাভ রায়

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবৃত্তি সংসদের সভাপতি হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী রিয়াজুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অমিতাভ রায়কে নির্বাচন করে ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।

রোববার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের কার্যালয়ে সংগঠনের বর্তমান, সাবেক নেত‍ারা ও উপদেষ্টামণ্ডলীর সমন্বয়ে গঠিত বিষয় নির্বাচনী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি করা হয়।


 
নতুন এ কমিটি আগামী ২০১৫-১৬ মেয়াদে দায়িত্ব পালন করবে বলে বাংলানিউজকে জানান নব নির্বাচিত সভাপতি রিয়াজুল হক।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ২১ জুন, ২০১৫
আইএএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।