ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

কলেজছাত্রীকে মারধর করায় ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জুন ২১, ২০১৫
কলেজছাত্রীকে মারধর করায় ছাত্রলীগ কর্মী বহিষ্কার

বরিশাল: বরিশাল সরকারি বিএম কলেজের দুই ছাত্রীকে মারধরের ঘটনায় আ. রহিম নামে কলেজ ছাত্রলীগের এক কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

রোববার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় তাকে ৩ মাসের জন্য বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।



অভিযুক্ত আ. রহিম কলেজ ছাত্রলীগের সদস্য ও ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আ. রহিম বহিষ্কারের ৩ মাস কলেজে প্রবেশ এবং একাডেমিক কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না।

এদিকে, এ ঘটনায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকলা রানী হালদারকে প্রধান করে আরো একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেবে রহিমের অপরাধ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার মতো কিনা।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিএম কলেজের জিরো পয়েন্ট এলাকায় গত বৃহস্পতিবার দুই ছাত্রীকে মারধর করে ছাত্রলীগ কর্মী আ. রহিম।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।