ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে এসএসসি ফলাফল

পুনঃনিরীক্ষণে ১০ পরীক্ষার্থী পাশ, ১১ জনের জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২০, ২০১৫
পুনঃনিরীক্ষণে ১০ পরীক্ষার্থী পাশ, ১১ জনের জিপিএ-৫

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে  ১০ পরীক্ষার্থী নতুন করে পাশ করেছে এবং  ১১ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় এ ফলাফল প্রকাশ করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুহাম্মদ শাহ আলমগীর।



গত ৩০ মে এসএসসি ফলাফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের। ৬ জুন ওই আবেদনের সময়সীমা শেষ হয়। এতে ১১ হাজার ৬৫৮টি বিষয়ে ৫ হাজার ২৮৮ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে মোট ৬৫ জনের ফলাফল পরিবর্তন হয়।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, যেসব শিক্ষার্থী তাদের ফলাফল পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে তাদের পরীক্ষার খাতাগুলো পুনঃনিরীক্ষণ করা হয়েছে। এদের মধ্যে ৬৫ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।