ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বিনা অনুমতিতে বাকৃবির পিএইচডি ডরমেটরিতে অবস্থান, বহিষ্কৃত ২

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুন ২২, ২০১৫
বিনা অনুমতিতে বাকৃবির পিএইচডি ডরমেটরিতে অবস্থান, বহিষ্কৃত ২

বাকৃবি (ময়মনসিংহ): মধ্যরাতে অবৈধভাবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ড. এম এ ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমেটরিতে অবস্থান করায় দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃতরা হলেন-প্যারাসাইটোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা ও একোয়াকালচার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জীবন রায়।



সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুল খালেক স্বাক্ষরিত এক আদেশ নামায় এ শাস্তি উল্লেখ করা হয়।

ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের কারণে অর্ডিন্যান্স ফর স্টুডেন্টস ডিসিপ্লিন-এর ১৩ নম্বর ধারা অনুযায়ী অপরাধের গুরুত্ব বিবেচনা করে ওই দুই শিক্ষার্থীকে এ শাস্তি দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৭ জুন রাত সোয়া ১১টার দিকে ওই দুই শিক্ষার্থী অবৈধভাবে ড. এম এ ওয়াজেদ মিয়া পিএইচডি ডরমেটরির ১২২ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। এ অপরাধে ১৮ জুন তাদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।