ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, দ্বিতীয় সুযোগ থাকছে না

সাখাওয়াত আমিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ঢাবির ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, দ্বিতীয় সুযোগ থাকছে না

ঢাকা বিশ্ববিদ্যালয়: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দেওয়ার সুযোগ বন্ধ রেখেই ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অর্থাৎ এ বছর নির্দিষ্ট শর্ত পুরণ সাপেক্ষে কেবলমাত্র ২০১৫ সালে উচ্চ মাধ্যমিক পাশকৃতরাই ভর্তির জন্য আবেদন করতে পারবেন।



আগামী ৯ অক্টোবর কলা অনুষদের অধীন খ-ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ না থাকার ব্যাপারটি বৃহস্পতিবার (১৮ জুন) বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এর আগে উচ্চ মাধ্যমিক পাশের পর নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পরপর দুই বছর ঢাবিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও চলতি বছর থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করে কর্তৃপক্ষ। গত বছরের ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আমরণ অনশনসহ লাগাতার আন্দোলন শুরু করলেও সিদ্ধান্তের নড়চড় হবে না বলে তখন সাফ জানিয়ে দেন উপাচার্য।

পরে গত ১৬ মার্চ ‘দ্বিতীয়বার ভর্তির সুযোগ কেন নয়’ জানতে চেয়ে রুল দেয় হাইকোর্টও।

তবুও সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে না বলে বাংলানিউজকে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধের যে সিদ্ধান্ত তা বহাল থাকবে।

হাইকোর্টের রুলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সে ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে গত ১১ জুন  উপাচার্যর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন্স কমিটির এক  সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
বৃহস্পতিবার (১৮জুন) জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।

ডিনস কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী চলতি শিক্ষাবর্ষে  স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে। আবেদন প্রক্রিয়া চলবে  ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের(কলা অনুষদ) ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ-ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা লিখিত ১০ অক্টোবর ২০১৫ শনিবার, গ-ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর ২০১৫ শুক্রবার, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ১৭ অক্টোবর ২০১৫ শনিবার অনুষ্ঠিত হবে।

এছাড়া ক-ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর ২০১৫ শুক্রবার এবং ঘ-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর ২০১৫ শুক্রবার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।