ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

চুয়েটে ফল উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
চুয়েটে ফল উৎসব

ঢাকা: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ফল উৎসব।

বুধবার (১৭ জুন) চুয়েটের পরিবেশ সচেতনতামূলক সংগঠন ‘গ্রিন ফর পিস’র আয়োজনে এ ফল উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।



এ সময় তিনি কেকে কেটে ‘গ্রিন ফর পিস’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানেরও সূচনা করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) চুয়েট’র সহকারী পরিচালক (জনসংযোগ) ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর মো. রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন প্রফেসর ড. মো. হযরত আলী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং রেজিস্ট্রার (অতি. দায়িত্ব) প্রফেসর ড. ফারুক- উজ-জামান চৌধুরী, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. বদিউস সালাম, প্রধান প্রফেসর ড. মো. আব্দুল ওয়াজেদ, সহযোগী অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ,পদার্থবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আব্দুর রশীদ, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আশুতোষ সাহা, গ্রিন ফর পিস’র উপদেষ্টা ড. রিয়াজ আক্তার মল্লিক, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. আয়শা আক্তার, শ্যামল আচার্য, ড. জি. এম. সাদিকুল ইসলাম প্রমুখ।

এ সময় চুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম লেখাপড়ার পাশপাশি শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
বিজ্ঞপ্তি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।