ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ঝিনাইদহ পৌরসভার আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।



ঝিনাইদহ পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন, পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জু, পৌরসভার সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান খোকা, অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জাসদ নেতা ফজলুর রহমান খুররম, ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন কথন সাংস্কৃতিক সংসদের (কসাস) সভাপতি সাকিব হাসান।

এতে আলোচনা সভা শেষে মেধাবী ২শ’ শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।