ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়

খুলনায় জিপিএর ভিত্তিতে ভর্তি বাতিলের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
খুলনায় জিপিএর ভিত্তিতে ভর্তি বাতিলের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জিপিএর ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর দৌলতপুর শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধনে সভাপতিত্ব করেন শৈলেন্দ্রনাথ বৈরাগী। এতে অনার্সে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বলেন, জিপিএর ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্তে আমরা হতাশ ও মর্মাহত। এ সিদ্ধান্তে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

তারা আরও বলেন, এ সিদ্ধান্তের ফলে উচ্চশিক্ষার কফিনে শেষ পেরেক মারা হলো। দেশের মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পরও বিতর্কের কারণে তা বাতিল করা হয়। আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তও বাতিল হবে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ১৭তম বিশেষ সিনেট অধিবেশনে জিপিএর ভিত্তিতেই অনার্স প্রথম বর্ষে ভর্তির সিদ্ধান্ত হয়। আগামী ১ অক্টোবর এ ভর্তির কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।