ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

রোগ নিয়ন্ত্রণে ছত্রাক-জীবাণু বিষয়ে সেমিনার

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
রোগ নিয়ন্ত্রণে ছত্রাক-জীবাণু বিষয়ে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার: গণ বিশ্ববিদ্যালয়ে ‘রোগ নিয়ন্ত্রণে অর্থোপড ভেক্টরের সমগোত্রীয় ছত্রাক ও জীবাণু’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।



বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিভাগের প্রধান ড. রেজওয়ানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইটালির মিলান বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ও গবেষক ড. সারা এপিস।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু ও মিলান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো এলেনা মারটিন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।