ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ছাত্রলীগের মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বাকৃবিতে ছাত্রলীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) করা মামলা প্রত্যাহার ও মুক্তাচাষ গবেষণা প্রকল্পের যাবতীয় কাজে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনের করিডোরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।



বাকৃবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজয় কুমার বর্মণের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন যুগ্ম সম্পাদক অর্পিও হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রলীগের সহসভাপতি ওয়াহাব রিন্টু, লিমন দেব, যুগ্ম সম্পাদক উবায়দুল ইসলাম অপু, মনিরুল হাসান পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএফআরআইয়ের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি ও মুক্তাচাষ প্রকল্প নিয়ে সঠিক তদন্তের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।