ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ইন্টার্নশিপ সনদপত্র প্রদান

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
বাকৃবিতে ইন্টার্নশিপ সনদপত্র প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৪৯তম ব্যাচের ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের মধ্যে ইন্টার্নশিপ সনদপত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এ সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল আলম, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিনিধি পি কে সাহা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।