ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
জবিতে আলোকচিত্র প্রদর্শনী ফাইল ফটো

জবি: ‘ফ্রেমে বাঁধা ঐতিহ্য গাঁথা’ প্রতিপাদ্য সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আলোকচিত্র প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীতে মুন্সীগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানের ত্রিশটি ছবি প্রদর্শন করা হয়।



মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী এ প্রদর্শনী বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচে অনুষ্ঠিত হয়। বিক্রমপুর-মুন্সীগঞ্জ ছাত্র-কল্যাণ পরিষদ এ প্রদর্শনীর আয়োজক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, বিক্রমপুরের ইতিহাস বলতে গেলে প্রাচীন সমগ্র বাংলার ইতিহাস। তাই সংরক্ষণ ও চর্চায় এ ধরনের প্রর্দশনী প্রয়োজন।

এছাড়া আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটির সহ-সম্পাদক গোলাম সরোয়ার কবির, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের আহ্বায়ক আবু তাহের, ফ্রেম বিক্রমপুরের সমন্বয়ক শরফুল ইসলাম শাওন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযুদ্ধা এ কে এম  খলিলুর রহমান।

বাংলাদেশ সময় ১৩৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
আইএএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।