ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ইবিতে বিজনেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
ইবিতে বিজনেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়): ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বিজনেস ক্লাবের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় টিএসসিসির দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এ সময় অনুষ্ঠানে বিজনেস ক্লাবের সভাপতি হাসনাত আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ব্যবস্থাপনা বিভাগের ১৫ তম ব্যাচের ছাত্র মাহবুবুর রহমান, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ডিবেটিং সোসাইটির সভাপতি ইমামুল হাসান আদনান ও ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আল মামুন মিশু।

অনুষ্ঠানটি দু’টি ভাগে বিভক্ত ছিল। প্রথম অংশের পরিচালনা করেন বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহম্মেদ সজল ও শার্ট বিতরণের দ্বিতীয় অংশটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মিফ্ফাদ রিয়ন।

অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যদের মধ্যে টি-শার্ট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।