ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

১৫ জুন থেকে রুয়েটে ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
১৫ জুন থেকে রুয়েটে ছুটি

রাজশাহী: রমজান উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সোমবার (১৫ জুন) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৪ জুন) সন্ধ্যায় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।



এতে বলা হয়, অবকাশ উপলক্ষে ১৫ জুন সোমবার থেকে ২৪ জুলাই পর্যন্ত ৪০ দিন ক্লাশ হবে না। আগামী ২৫ জুলাই থেকে আবার সব বিভাগের ক্লাশ ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে রমজানের অবকাশে ক্লাশ ছুটি থাকলেও এই সময়ে পূর্বে ঘোষিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রশাসনিক কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসএস/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।