ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

মেধাবীদের জনতা ব্যাংক অফিসার সমিতির সংবর্ধনা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
মেধাবীদের জনতা ব্যাংক অফিসার সমিতির সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের সংবর্ধনা দিয়েছে জনতা ব্যাংক অফিসার কল্যাণ সমিতি।

রোববার (১৪ জুন) ব্যাংকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, গত শনিবার জাতীয় যাদুঘর মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তান ও নবীন কর্মকর্তাদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অথিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক নাগিবুল ইসলাম দীপু ও মো. মাহাবুবুর রহমান হিরণ, সিইও অ্যান্ড এমডি মো. আবদুস সালাম, ডিএমডি ওমর ফারুক এবং হাসান ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এ কে এম নুরুল আলম নান্টু।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।