ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম স্মরণসভা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
শাবিপ্রবিতে জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম স্মরণসভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যায়ের পরিসংখ্যান বিভাগের সেমিনার কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।



জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামানের সঞ্চালনা ও লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দীন বিশ্বাস।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. হাসিনা খান। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আল ফোরকান, ড. শামসুল হক প্রধান, ড. শামীম আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস মাকসুদুল আলমের বিভিন্ন গবেষণাকর্মের স্মৃতিচারণ করেন।

তিনি পাট গবেষণায় সফলতায় ড. মাকসুদুল আলমকে বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সংবর্ধনার কথা স্মরণ করে তার গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে ড. হাসিনা খান পাটের উপর একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।