ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ইউজিসি চেয়ারম্যান রাজশাহী যাচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জুন ১২, ২০১৫
ইউজিসি চেয়ারম্যান রাজশাহী যাচ্ছেন প্রফেসর আবদুল মান্নান

রাজশাহী: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান ২ দিনের সরকারি সফরে আগামীকাল শুক্রবার(১২ জুন) রাজশাহী আসছেন।

বৃহস্পতিবার রাতে রাজশাহী আঞ্চলিক তথ্য অধিদফতরের তথ্য কর্মকর্তা নাফেয়ালা নাসরিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



সফরসূচি অনুযায়ী  প্রফেসর আবদুল মান্নান শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্য্যালয়ের সিনেট ভবনে সমাজকর্ম বিভাগের ৫০ বছর পূর্তিতে সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নেবেন। পরদিন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সমাজকর্ম বিভাগের সূবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।  

এদিন বিকেলে প্রফেসর আবদুল মান্নান ঢাকার উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।