ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহে দুই হাজার ৯০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
ময়মনসিংহে দুই হাজার ৯০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রায় দুই হাজার ৯০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করেছে ময়মনসিংহ জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ উপবৃত্তি প্রদান করেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।



সূত্র জানায়, জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে এই শিক্ষার্থীদের প্রায় সাড়ে ২২ লাখ টাকার উপবৃত্তি প্রদান করা হয়।

বক্তৃতায় জেলা পরিষদ প্রশাসক জহিরুল হক খোকা বলেন, শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। উচ্চশিক্ষা অর্জনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মফিজ উদ্দিন আহমেদ, আব্দুর রউফ, জেলা পরিষদ প্রশাসকের এপিএস হুমায়ুন কবীর হিমেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুন ১১, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।