ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির নতুন উপাচার্যের গান্ধী আশ্রম পরিদর্শন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ১০, ২০১৫
নোবিপ্রবির নতুন উপাচার্যের গান্ধী আশ্রম পরিদর্শন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত গান্ধী আশ্রম পরিদর্শন করেছেন।

বুধবার (১০ জুন) নোয়াখালীর চাটখিল উপজেলাধীন ওই গান্ধী আশ্রম পরিদর্শন করেন তিনি।



এসময় তার সঙ্গে ছিলেন, তার সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জিনাত হুদা অহিদ, নোবিপ্রবি উপ উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. জাহাঙ্গীর সরকার, সেক্রেটারি মুশফিকুর রহমান ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

সেখানে ড. অহিদুজ্জামান ও তার স্ত্রী গান্ধীর মূরালে পুস্পস্তবক অর্পণ করেন। তারা আশ্রমে সংরক্ষিত মহাত্মা গান্ধীর বিভিন্ন স্মৃতি ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এছাড়াও তারা একুশে পদক, ভারত সরকার কর্তৃক ‘পদ্মশ্রী’ উপাদি প্রাপ্ত গান্ধী আশ্রম নোয়াখালীর তত্ত্বাবধায়ক ঝরণা ধারা চৌধুরীর সঙ্গে স্বাক্ষাত করেন এবং কুশল বিনিময় করেন।

নোবিপ্রবি উপাচার্য ঝরণা ধারা চৌধুরির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং আশ্রমের যে কোনো কাজে তিনি পাশে থাকবেন বলে জানান। ঝরণা ধারা চৌধুরী সাংস্কৃতিক কাজকে আরো এগিয়ে নিতে ড. অহিদুজ্জামানের প্রতি আহ্বান জানান।

এসময় ক্যাম্পাসের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।