ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

বেরোবি’র গ্রীষ্মকালীন ছুটি বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ১০, ২০১৫
বেরোবি’র গ্রীষ্মকালীন ছুটি বাতিল

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পূর্ব ঘোষিত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে যথারীতি চলবে ক্লাস, পরীক্ষা ও অফিস কর্যক্রম।



বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অফিসার মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রাখতে পূর্ব নির্ধারিত এ ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবী।

গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১১ থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত প্রশাসনিক অফিসে ছুটি হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১০, ২০১৫
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।