ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

টুইন বোনের টুইন জিপিএ

মহিবুব জামান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, মে ১২, ২০১১
টুইন বোনের টুইন জিপিএ

ঢাকা: স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে ডুয়েল সিম আর ডুয়েল কোর প্রসেসরের পাশাপাশি এবার যোগ হলো টুইন বোনের টুইন জিপিএ।

বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে একসঙ্গে জিপিএ-৫ পেয়ে গর্ভধারিণী মায়ের আকাক্সক্ষা পূরণ করেছে টুইন বোন তৃষ্ণা ও তৃপ্তি।



ঢাকা বোর্ডের অধীনে রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ২০১১ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বিজ্ঞান বিভাগের ছাত্রী এ জমজ দু’বোন।

এসএসসি পরীক্ষার ফলাফলে সারা দেশে প্রথম হয়ে রেকর্ড গড়ার পাশাপাশি রাজউক উত্তরা মডেল কলেজের এটাও একটা রেকর্ড।

উত্তরা ৬ নম্বর সেকশনে বসবাসকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুর লতিফ মৃধা ও গৃহিণী ফেরদৌস আক্তার দম্পতির জমজ মেয়ে তারা।

একইদিনে একই মায়ের গর্ভে জন্ম নেওয়া তৃষ্ণা আর তৃপ্তি পড়াশোনাও করেছে একই শ্রেণীতে। একই শিক্ষকের কাছে একই বই পড়েছে তারা।

তাদের পোশাক পরিচ্ছদ, পছন্দের খাবার, পছন্দের স্থান সবই ছিল এক। তাদের সেই টুইন শেয়ারের স্থানে এবার যোগ হলো একই ফলাফল।

এ ফলাফলে দুজনেই সমানভাবে খুশি বলে একসঙ্গে জানায় তৃষ্ণা আর তৃপ্তি। ভবিষ্যৎ শিক্ষাজীবনেও একসঙ্গে এমন ভালো ফল প্রত্যাশী তারা।

টুইনদের এ সাফল্য সম্পর্কে তাদের মায়ের অনুভূতি জানতে মা ফেরদৌসী আক্তার বলেন, ‘দুজনে একই রেজাল্ট করায় ভীষণ ভালো লাগছে। ’

তিনি বলেন, ‘দুজনের প্রস্তুতিও ছিল একই মানের, দুজনেই শান্ত স্বভাবের। তবে একজন একটু বেশি ঘুম কাতুরে ছিল। ’

সবশেষে মায়ের সরল স্বীকারোক্তি, ‘কামনা করেছি, গোল্ডেন জিপিএ পেলে যেন দুজনেই, আর না পেলে যেন কেউ না পায়। ’

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ