ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

দিনাজপুর শিক্ষাবোর্ডে রংপুর ক্যাডেট কলেজ শীর্ষে

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মে ১২, ২০১১

রংপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রংপুর ক্যাডেট কলেজ প্রথম স্থান অধিকার করেছে।

এছাড়া দ্বিতীয় স্থানে আছে রংপুর ক্যান্টপাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম স্থান রংপুর জিলা স্কুল ও ১১ তম স্থানে রয়েছে সরকারি বালিকা বিদ্যালয়।

অপরদিকে মাদ্রাসা বোর্ডে ৫ম স্থান ও রংপুর বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ধাপ সাতগারা দাখিল মাদ্রাসা।

রংপুর ক্যাডেট কলেজের ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে, রংপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭৬ জন, রংপুর জিলা স্কুল থেকে ২৬৯ জনে জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৬২ জনে জিপিএ-৫ পেয়েছে ১৭৪ জন ।

পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১৬ জনে ২৯ জন, আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮২ জনে ১৮ জন, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩৫ জনে ৮ জন জিপিএ-৫ পেয়েছে।

অপরদিকে মাদ্রাসা বোর্ডে ৫ম স্থান অধিকার করেছে রংপুরের ধাপ সাতগারা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১২ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ