ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ইবি বিজনেস ক্লাবের সভাপতি হাসনাত, সম্পাদক সজল

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুন ৪, ২০১৫
ইবি বিজনেস ক্লাবের সভাপতি হাসনাত, সম্পাদক সজল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ব্যবসায় অনুষদভুক্ত শিক্ষার্থীদের সংগঠন বিজনেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপস্থিত সবার  প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এবং ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী গাফফার খান ও সজিব সিংহ রায়ের তত্ত্বাবধানে এক বছরের জন্য ২২ সদস্যের এ কমিটি গঠন করা হয়।



কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাসনাত আসাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আহম্মেদ সজল।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মুনতাসির মামুন সনেট ও ইয়ামিন মাসুম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক মিফ্ফাদ রিয়ন, সহ সাংগঠনিক মাসুদ রানা, কোষাধ্যক্ষ আল আমিন তানজিম, সহ কোষাধ্যক্ষ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সহ দপ্তর সম্পাদক হুমায়ুন আহম্মেদ সম্রাট, সাংষ্কৃতিক সম্পাদক শিমুল মজুমদার, সহ সাংস্কৃতিক সম্পাদক তাহনিমা খাতুন টুম্পা, আইটি সম্পাদক রাশেদুল ইসলাম লিমন, সহকারি আইটি সম্পাদক ইমরান কবির, প্রচার সম্পাদক মিথেন খান ও সহকারী প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন,  আরাফাত ইসলাম, নুরজাহান খাতুন, সুব্রত শুভ, মেহেদি হাসান এবং বিউটি নাহার।

এই কমিটি বিভিন্ন সময়ে ক্যাম্পাসে জব ফেয়ার ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সেমিনারের আয়োজন করবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।