ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবি’র নতুন উপাচার্য রোববার ক্যাম্পাসে আসছেন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জুন ৪, ২০১৫
নোবিপ্রবি’র নতুন উপাচার্য রোববার ক্যাম্পাসে আসছেন

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চতুর্থ উপাচার্য হিসেবে রোববার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন প্রফেসর ড.  অহিদুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

এর আগে তিনি মঙ্গলবার (২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে যোগদান করেন।
 
এদিকে, উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, হল প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপাচার্যের বাসভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়াও তারা বুধবার (৩ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
 
প্রফেসর ড. অহিদুজ্জামান গত ২৮ মে নোবিপ্রবিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জুন ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।