ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুহসিন, ভারপ্রাপ্ত প্রক্টর শফিউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুন ৩, ২০১৫
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুহসিন, ভারপ্রাপ্ত প্রক্টর শফিউল

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কলা ও মানবিক অনুষদের সাবেক ডিন ও ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. মুহসিন উদ্দিনকে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাবেক সহকারী প্রক্টর মো. শফিউল আলমকে।



বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে ই-মেইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সাল মাহমুদ রুমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ জুন বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. ইমামুল হক তাদের এ পদে নিয়োগ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে গুরুত্বপূর্ণ এ পদ দু’টি শূন্য ছিল।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।