ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

স্টাফ করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ৩, ২০১৫
জবিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু

ঢাকা: ঢাকা বোর্ডে শীর্ষ স্থান অর্জনকারী কলেজগুলো নিয়ে ওল্ড ঢাকা ডিবেট ফোরাম’র উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।

বুধবার (৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালযের সমাজ বিজ্ঞান অনুষদের বারোটি স্থানে এ প্রতিযোগিতা শুরু হয়।

কলেজ পর্যায়ের জাতীয় এ বিতর্ক প্রতিযোগিতার গণমাধ্যম সহযোগী হিসেবে রয়েছে বাংলানিউজটোযেন্টিফোর.কম।

এ প্রতিযোগিতায় ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, রাজউক কলেজ, নটরডেম কলেজ, ভিকারুন্নেসা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, হলিক্রস কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজ, হারম্যান মেনার কলেজ ও স্পন্দন মাদ্রাসা থেকে মোট ২৬টি বিতর্ক দল প্রথম পর্বের প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

সেখান থেকে বিজয়ী দলগুলো নিয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। মধ্যাহ্ন ভোজের বিরতির পর শুধু বিজয়ী দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতার পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ওল্ড ঢাকা ডিবেট ফোরাম’র সভাপতি ইমরান হাফিজ তালুকদার বাংলানিউজকে বলেন, ঢাকা বোর্ডে শীর্ষ স্থান অর্জনকারী কলেজগুলোর বিতার্কিকদের নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্বের প্রতেযোগিতার শুরু হয়েছে।

আগামী ৫-৬ জুন বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা শুরু হবে বলেও জানান তিনি।

এ প্রতিযোগিতার সার্বিক সহযোগিতা রয়েছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ০৩, ২০১৫
আইএএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।