ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির ব্যবস্থাপনা বিভাগে র‌্যাগ ডে

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ১, ২০১৫
ইবির ব্যবস্থাপনা বিভাগে র‌্যাগ ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের ১৫তম ব্যাচের র‌্যাগ ডে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, অনুষ্ঠানে বিভাগের ২২তম ব্যাচকে বরণ করে নেওয়া হয়।



সোমবার (০১ জুন) দুপুর ১২টার দিকে বিভাগের ১৬তম ব্যাচের হাসনাত আসাদ ও মনিকা রায়ের উপস্থাপনায় র‌্যাগ ডে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি এ এস এম সরফরাজ নেওয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন- বিভাগের সহকারী অধ্যাপক ধনঞ্জয় কুমার, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাতসহ বিভাগের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ১৫ তম ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয় এবং ২২ তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিকেল সাড়ে ৩টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী সুজনসহ বিভাগের শিল্পী আতিক, মানসি খান প্রমুখ গান পরিবেশন করেন।

এছাড়া, বিভাগের শিক্ষার্থীরা নাচ-গান-কবিতা আবৃতি ও অভিনয় প্রদর্শন করেন। অনুষ্ঠানে শিমুল মজুমদারের রচনা ও মিফফাদ রিওয়নের পরিচালনায় নাটিকা ‘জলন্ত প্রেম’ মঞ্চায়িত হয়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে শ্রাবনী বাগচি, আইরিন আঁখি, সজল, আতিক, জাবের, সফিক, লাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ০১, ২০১৫     
এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।