ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

রাঙামাটি পাবলিক কলেজের বর্ষপূর্তি উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ৩১, ২০১৫
রাঙামাটি পাবলিক কলেজের বর্ষপূর্তি উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটির তবলছড়ি এলাকার পাবলিক কলেজের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

রোববার (৩১ মে) দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।



সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকার পার্বত্যাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই লক্ষ্যে রাঙামাটি মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার এবং তা বাস্তবায়ন হতে চলেছে।
এ সময় তিনি সম্মিলিত সহযোগিতায় পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চশিক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

রাঙামাটি জেলা প্রশাসক ও রাঙামাটি পাবলিক কলেজের নির্বাহী কমিটির সভাপতি মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির।

পরে অতিথি ও শিক্ষার্থীরা কেক কেটে কলেজের বর্ষপূর্তি পালন করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, মে ৩১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।