ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে ছেলেদের সাফল্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, মে ৩০, ২০১৫
সিলেট বোর্ডে ছেলেদের সাফল্য

সিলেট: এবারও সিলেট শিক্ষা বোর্ডে সাফল্যের ধারা ধরে রেখেছে ছেলেরা। শিক্ষা বোর্ডটিতে সার্বিক ফলাফলে এগিয়ে রয়েছে তারা।

 

বিজ্ঞান ও মানবিক বিভাগে ছেলেরা বেশি পাস করলেও পাসের হারের দিক দিয়ে বাণিজ্য বিভাগে এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে মানবিক বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা।

বোর্ডে ছেলেদের পাসের হার ৮৩ দশমিক ০২ শতাংশ। মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৭০ শতাংশ।

শনিবার (৩০ মে) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার দেশের ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে সিলেটের অবস্থান সবার নিচে। পাসের হার ও জিপিএ-৫ গতবারের তুলনায় কমেছে। এবার জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৪৫২ জন। যেখানে গত বছর জিপিএ-৫  ছিল তিন হাজার ৩৪১ জন।

এদিকে জিপিএ-৫’র দিক দিয়েও সবকটি বিভাগে এগিয়ে রয়েছে ছেলেরা। বোর্ডের দুই হাজার ৪৫২টি জিপিএ-৫’র মধ্যে ছেলেরা পেয়েছে এক হাজার ৩৩৮টি ও মেয়েরা পেয়েছে এক হাজার ১১৪টি।

বিজ্ঞান বিভাগে ১৫ হাজার দু’শ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ৪৫৮ জন। পাসের হার ৯৫ দশমিক ১২ ভাগ। এ বিভাগে আট হাজার ১৪৪ জন ছেলের মধ্যে পাস করেছে সাত হাজার ৭৪৯ জন। পাসের হার ৯৫ দশমিক ১৫।

অন্যদিকে সাত হাজার ৫৬ জন মেয়ের মধ্যে পাস করেছে ছয় হাজার ৭০৯ জন। তাদের পাসের হার ৯৫ দশমিক ০৮। এই বিভাগে দুই হাজার ৩৪১টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে এক হাজার ২৮৬টি ও মেয়েরা পেয়েছে এক হাজার ৫৫টি।

মানবিক বিভাগে ৪৮ হাজার ৮০৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৩১৩ জন। পাসের হার ৭৬ দশমিক ৪৬ ভাগ। এ বিভাগে ১৯ হাজার ৫১৭ জন ছেলের মধ্যে পাস করেছে ১৫ হাজার ২২ জন। পাসের হার ৭৬ দশমিক ৯৭।

অন্যদিকে ২৯ হাজার ২৮৬ জন মেয়ের মধ্যে পাস করেছে ২২ হাজার ২৯২ জন। তাদের পাসের হার ৭৬ দশমিক ১১। এ বিভাগে ৪৩টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ৯টি ও মেয়েরা পেয়েছে ৩৪টি।

বাণিজ্য বিভাগে ৮ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে সাত হাজার ১৬১ জন। পাসের হার ৮৯ দশমিক ২৮ ভাগ। এ বিভাগে ৪ হাজার ৭৫২ জন ছেলের মধ্যে পাস করেছে চার হাজার ১৯৫ জন। পাসের হার ৮৮ দশমিক ২৮।

অন্যদিকে তিন হাজার ২৬৯ জন মেয়ের মধ্যে পাস করেছে দুই হাজার ৯৬৬ জন। তাদের পাসের হার ৯০ দশমিক ৭৩। এই বিভাগে ৬৮টি জিপিএ-৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে ৪৩টি ও মেয়েরা পেয়েছে ২৫টি।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।