ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

কুড়িগ্রামে সেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মে ৩০, ২০১৫
কুড়িগ্রামে সেরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

কুড়িগ্রাম: এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলায় প্রথম স্থানে রয়েছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এরআগের দুই বছর কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থানে থাকলেও এবার সেই স্থান দখল করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।


 
জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে নাগেশ্বরীর ডিএম একাডেমি।

প্রথম স্থান অর্জনকারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৩৭ জনের মধ্যে পাস করেছে ২২৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০ জন।

এছাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৪০ জনের মধ্যে পাস করেছে ২৩৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ৬৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা নাগেশ্বরী ডিএম একাডেমির ১৬৫ জনের মধ্যে ১৬০ জন পাস করেছে ও  জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগের ৫৬ জন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।